বসুন্ধরা টয়লেট পেপারের এর ফেসবুক পেজ থেকে একটি স্ট্যাটিক পোস্ট করা হয়েছে।
পোস্টটিতে প্রোডাক্টের একটি ইউএসপি বেশ সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে।
আর সেটি হচ্ছে বসুন্ধরা টয়লেট পেপারের রোলে বেশি টিস্যু থাকে তাই এটি দীর্ঘদিন চলে।
টয়লেট পেপারের রোল তাড়াতাড়ি শেষ হয় বলে অনেককেই একসাথে বেশ কয়েকটি কিনতে হয়।
সেজন্য বাজারে চার প্যাকের সাশ্রয়ী প্যাকও চালু করেছে বেশ কয়েকটি ব্র্যান্ড।
সেই নিরিখে বসুন্ধরার পোস্টটি বেশ দৃষ্টিনন্দন হয়েছে।
যেখানে টয়লেট পেপারের রোল দিয়ে হাইওয়ে তৈরি করে বোঝানো হয়েছে যে টিস্যুর রোলটি দীর্ঘদিন চলার জন্য তৈরি।
সাথে চমৎকার কপি লেখা হয়েছে, একই রোলে অনেকদিন চলে।