প্রাইম্যাক্স সিরিজের নতুন টিভি এনেছে সিঙ্গার বাংলাদেশ।
বর্তমানে ক্রেতারা ৪৩, ৫০ ও ৫৫ ইঞ্চি মডেলের প্রাইম্যাক্স সিঙ্গার স্মার্ট টিভি কিনতে পারবেন।
গতকাল (২৩ মে) রাজধানী ঢাকার একটি হোটেলে এই প্রাইম্যাক্স সিরিজের টিভি বিক্রির উদ্বোধন করে সিঙ্গার।
আজ প্রথম আলোর তৃতীয় পাতায় এ সংক্রান্ত একটি প্রিন্ট অ্যাড ছাপা হয়েছে।
এতে সিঙ্গার বাংলাদেশ এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর আরিভিন শুভকে দেখা গেছে।
প্রেস অ্যাডটি তৈরি করেছে মাইটি বাইট।