ভারতের সাধারণ মানুষকে নিয়ে হাস্য রসাত্মক বিজ্ঞাপনের মাধ্যমে একটি পণ্যকে তুমুল জনপ্রিয় করে তোলার কারিগর তিনি। পীয়ুশ পান্ডে যে সময় বিজ্ঞাপনে কাজ শুরু করেন সে সময় ভারতীয় বিজ্ঞাপনগুলো বেশিরভাগই ছিল পশ্চিমা ধাঁচে নির্মিত অথবা পশ্চিমা ঢংয়ে অনুপ্রাণিত। সেখান থেকে বেরিয়ে এসে দেশি বিজ্ঞাপন নির্মাণের মাধ্যমে তাক লাগিয়ে দেন পীয়ুশ।
বর্তমানে তিনি অগিলভির চিফ ক্রিয়েটিভ অফিসার ওয়ার্ল্ডওয়াইড হিসেবে দায়িত্ব পালন করছেন।
রাজস্থানের জয়পুরে জন্ম নেয়া পীয়ুশ লেখাপড়া করেছেন ইতিহাস নিয়ে। ১৯৮২ সালে অগিলভি ইন্ডিয়ায় ক্লায়েন্ট সার্ভিস এক্সিকিউটিভ হিসেবে তাঁর বিজ্ঞাপনের যাত্রা শুরু। লেখালেখির ঝোঁক থেকেই তিনি বিজ্ঞাপনের কপি লিখতে শুরু করেন। তাঁর লেখা প্রথম বিজ্ঞাপনটি ছিল সানলাইট ডিটারজেন্ট পাউডারের।
৬ বছর ক্লায়েন্ট সার্ভিসিংয়ে চাকরি করার পর তিনি পুরোপুরি চলে আসেন ক্রিয়েটিভে। তাঁর হাত ধরেই জনপ্রিয় হয়েছে লুনা মোপেড, ফেভিকল, ক্যাডবেরি এবং এশিয়ান পেইন্টস এর বিভিন্ন বিজ্ঞাপন। পীয়ুশ পান্ডের হাত ধরেই ভারতের সেরা বিজ্ঞাপনী সংস্থা হয়ে ওঠে অগিলভি, যা সেই সময় অগিলভি অ্যান্ড ম্যাথার নামে পরিচিত ছিল।
পীয়ুশ পান্ডের উল্লেখযোগ্য কয়েকটি ক্যাম্পেইন
ফেভিকল
ক্যাডবেরি মিল্ক
ভোডাফোন
২০১৪ সালে বিজেপির নির্বাচনী ক্যাম্পেইন
গুগলের জন্য রিইউনিয়ন
এশিয়ান পেইন্টসের হার ঘার কুচ ক্যাহতা হ্যায়
পন্ডসের গুগলি উগলি উশ