নারী দিবসে এজেন্সির কাজ

৮ মার্চ পালিত হয়ে বিশ্ব নারী দিবস হিসেবে। এবারে দিবসটির থিম ছিল Embrace Equity, বিশ্ব নারী দিবসে বিভিন্ন ব্র্যান্ডের কাজ করার পাশাপাশি প্রায় সবকটি এজেন্সিই নিজেদের জন্য পোস্ট বানিয়েছে। সেখান থেকে বাছাই করা কয়েকটি কাজ।

অ্যানালাইজেন

এশিয়াটিক ইএক্সপি

বিগ কনটেন্ট

ক্রসওয়াক

ডিজিকম

জার্ভিস

ম্যাগনিটো