দুই বন্ধুর মাত্রা

দুই বন্ধুর হাত ধরে ১৯৮৪ সালের ২৩ অক্টোবর যাত্রা শুরু করে বিজ্ঞাপনী সংস্থা মাত্রা।

আফজাল হোসেন তখন ব্যস্ত ও জনপ্রিয় অভিনেতা। সানাউল আরেফীন কাজ করেন দৈনিক ইত্তেফাকের বিজ্ঞাপন বিভাগে।

এই দুজনে মিলে বড় কিছু করার স্বপ্ন নিয়ে শুরু করলেন মাত্রা।

বাংলাদেশের বিজ্ঞাপনের জগতে অনেক বড় বড় পরিবর্তন এসেছে মাত্রার হাত ধরে।

মিতা নূর অভিনীত অলিম্পিক ব্যাটারির বিজ্ঞাপন নির্মাণ করেছিলেন আফজাল হোসেন। ‌

‘আলো আলো বেশি আলো, শব্দে শব্দে মন মাতালো’-এই জিঙ্গেল একসময় মানুষের মুখে মুখে ফিরেছে।

মাত্রা থেকে ১৯৮০ ও ৯০ দশকের এরকম আরও জনপ্রিয়, জিঙ্গেল বেজড বিজ্ঞাপন নির্মাণ করেছেন আফজাল হোসেন।