তিন পদে লোক নেবে বিটপী

fcb bitopi is hiring client service senior executive

দেশের অন্যতম বৃহৎ বিজ্ঞাপনী সংস্থা এফসিবি বিটপী তিন পদে লোক নেবে।

বিটপীর অফিসিয়াল ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি পোস্ট করা হয়েছে।

পদ তিনটি হলো অ্যাসোসিয়েট ক্রিয়েটভ ডিরেক্টর (আর্ট), ক্রিয়েটিভ গ্রুপ হেড এবং সিনিয়র কপিরাইটার।

অ্যাসোসিয়েট ক্রিয়েটভ ডিরেক্টর (আর্ট) পদের জন্য নূন্যতম ৭ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে।

ক্রিয়েটিভ গ্রুপ হেড পদের জন্য নূন্যতম ৬ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে।

সিনিয়র কপিরাইটার পদের জন্য নূন্যতম ২ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে।

আগ্রহীদের আগামী ১৫ এপ্রিলের মধ্যে hr@bitopi.com মেইলে সিভি পাঠাতে বলা হয়েছে।