ডেভিড ওগিলভি: ফাদার অব অ্যাডভার্টাইজিং

ডেভিড ওগিলভিকে বলা হয় ‘ফাদার অব অ্যাডভার্টাইজিং’। তার পুরো না ডেভিড ম্যাকেঞ্জি ওগিলভি। ১৯১১ সালের ২৩শে জুন ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন তিনি।

১৯৩৫ সালে লন্ডনের ম্যাথার অ্যান্ড ক্রোথার এজেন্সিতে একাউন্ট এক্সিকিউটিভ হিসেবে কাজ শুরু করেন তিনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ ইন্টেলিজেন্স এজেন্সির হয়ে কাজ করেন তিনি।

১৯৪৮ সালে সহকর্মীদের সহায়তায় ওগিলভি নিজের এজেন্সি শুরু করেন হেউইট, ওগিলভি, বেনসন অ্যান্ড ম্যাথার নামে।

রোলস রয়েস, জেনারেল ফুডস এবং আমেরিকান এক্সপ্রেস এর ক্যাম্পেইন করে ওগিলভি জনপ্রিয়তা লাভ করেন।

১৯৭০, ৮০ এবং ৯০ এর দশকে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে ওগিলভি। ১৯৮৯ সালে ওগিলভিকে কিনে নেয় ডব্লিউপিপি গ্রুপ। সে সময় ওগিলভিকে ডব্লিউপিপি এর চেয়ারম্যান করা হয়। তিন বছর পর তিনি চেয়ারম্যানের দায়িত্ব ছেড়ে দেন এবং ফ্রান্সে চলে যান।

বিজ্ঞাপন নিয়ে দুটি বই লিখেছেন ওগিলভি, এর একটি কনফেশন্স অব অ্যান অ্যাডভার্টাইজিং ম্যান (১৯৬৩) এবং ওগিলভি অন অ্যাডভার্টাইজিং (১৯৬৩)।

বর্তমানে বিশ্বের ৯০টি দেশে ১২০টি অফিসের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছে ওগিলভি

১৯৯৯ সালের ২১শে জুলাই ফ্রান্সে মারা যান তিনি।