ডটবার্থ-এ যোগ দিয়েছেন অপূর্ব এবং শাহিন

ডটবার্থ নামের নতুন একটি এজেন্সিতে ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে যোগ দিয়েছেন অপূর্ব পাল অর্ক।

এর আগে তিনি গ্রে ঢাকা-তে ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে কাজ করছিলেন।

গ্রে এর আগে এশিয়াটিক এমসিএল-এ দীর্ঘদিন কাজ করেছেন অপূর্ব।

গ্রে থেকে ডটবার্থ-এ যোগ দিয়েছেন আরও একজন।

অ্যাসোসিয়েট ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে সেখানে গিয়েছেন গিয়াস শাহিন।

শাহিন গ্রে-তে ক্রিয়েটিভ কন্ট্রোলার হিসেবে ছিলেন। এর আগে তিনি বহুদিন কাজ করেছেন অ্যাডকম-এ।