উদ্বোধন হয়েছে মিরপুরের কালশী ফ্লাইওভার। এর মাধ্যমে মিরপুরের সাথে উত্তরার যোগাযোগ আরও সহজ হয়েছে।
এখন মাত্র ১০/১৫ মিনিটেই জ্যাম ছাড়া চলে যাওয়া যাবে মিরপুর থেকে উত্তরা।
এই বিষয়টিই দারুণভাবে আরটিএম পোস্টের ভিজ্যুয়ালে ফুটিয়ে তুলেছে এমএফএস ব্র্যান্ড নগদ।
সেখানে তারা দেখিয়েছে এখন বিমান বন্দর থেকে রওনা দিয়ে মিরপুর পৌঁছানো এত সহজ হয়েছে যে খাবার গরম দিতে বলে রওনা দিয়ে বাড়ি পৌঁছে চটপট গরম খাবার খাওয়া যায়।
পোস্টটি প্রকাশের পর এতে রিঅ্যাক্ট করেছেন ৩৩০০ জন। পোস্টটি শেয়ার করেছেন ৭৪ জন।