কপিরাইটার এবং ভিজ্যুয়ালাইজার নেবে ক্লকওয়ার্ক

clockwork hiring copywriter and visualizer ekeybolebiggyapon

কপিরাইটার এবং ভিজ্যুয়ালাইজার পদে লোক নেবে ক্লকওয়ার্ক।

এজেিন্সটির অফিসিয়াল ফেসবুক পেজে এ সংক্রান্ত দুটি পোস্ট করা হয়েছে।

কপিরাইটার পদের জন্য এজেন্সিতে এক বছরের কাজের অভিজ্ঞতা চাওয়া হয়েছে।
বেতন রেঞ্জ ১৫ থেকে ২৫ হাজার টাকা, যা অভিজ্ঞতা ও কাজের ভিত্তিতে নির্ধারিত হবে।
সিভি পাঠাতে হবে ১৫ জুলাই এর মধ্যে।

ভিজ্যুয়ালাইজার পদে আবেদনের জন্য ছয় মাস থেকে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন রেঞ্জ ২০ থেকে ৩০ হাজার টাকা।
২৪ শে জুনের মধ্যে সিভি পাঠাতে হবে।

সিভি পাঠানোর ঠিকানা: clockwork360bd@gmail.com

ক্লকওয়ার্ক এর অফিস ধানমন্ডিতে। শুক্র-শনি দুদিন সাপ্তাহিক ছুটি রয়েছে।