আলী যাকের: নিজেই এক প্রতিষ্ঠান

মুক্তিযোদ্ধা, অভিনেতা, নির্মাতা, থিয়েটার কর্মী, লেখক, ফটোগ্রাফার, উদ্যোক্তা, নানা পরিচয়ে তাঁকে পরিচিত করা যায়।

দর্শকদের কাছে তিনি অভিনেতা হিসেবেই বেশি পরিচিত। এই পরিচয়ের আড়ালে ঢাকা পড়ে গেছে তার আরেকটি বড় পরিচয়।

তিনি একজন বিজ্ঞাপন কর্মী। বাংলাদেশের অন্যতম বৃহৎ বিজ্ঞাপনী সংস্থা এশিয়াটিক গড়ে উঠেছিল তাঁর হাতে।

১৯৪৪ সালের ৬ নভেম্বর চট্টগ্রামে জন্ম আলী যাকেরের।

১৯৬৭ সালে করাচিতে ডব্লিউ এস ক্রফোর্ডস লিমিটেড-এ যোগদানের মাধ্যমে তার বিজ্ঞাপনের জগতে যাত্রা শুরু হয়। পরের বছর যোগ দেন তৎকালীন পূর্ব পাকিস্তানের ইস্ট এশিয়াটিক অ্যাডভার্টাইজিং লিমিটেড-এ।

স্বাধীন বাংলাদেশে ১৯৭২ সালে তাঁর হাত ধরে যাত্রা শুরু করে এশিয়াটিক এমসিএল। মাত্র আটজন কর্মী নিয়ে যাত্রা শুরু হয় এশিয়াটিকের।

এশিয়াটিককে দেশের অন্যতম সেরা বিজ্ঞাপনী সংস্থায় পরিণত করেন তিনি, যা এখন এশিয়াটিক থ্রি সিক্সটি হিসেবে পরিচিত।

১৯৯৯ সালে একুশে পদকে ভূষিত হন তিনি।

ক্যান্সারের সাথে দীর্ঘ যুদ্ধ শেষে ২০২০ সালে ২৭ নভেম্বর মারা যান তিনি।