আবারও রাঁধুনী ভালোবাসার কিচেন

radhuni-bhalobashar kitchen-valentines campaign-ekeybolebiggyapon-mediacom

বিশ্ব ভালোবাসা দিবসকে সামনে রেখে প্রত্যেকটি ব্র্যান্ডই ছোট বা বড় ক্যাম্পেইন সাজায়। যেমন ক্লোজ আপ বড় আকারে ক্যাম্পেইন করে কাছে আসার গল্প নামে।

স্কয়ারের মসলার ব্র্যান্ড রাঁধুনী গত বছর থেকে শুরু করেছে রাঁধুনী ভালোবাসার কিচেন নামে একটি ক্যাম্পেইন। এবার রেজিস্ট্রেশন চলছে সিজন ২ এর।

ক্যাম্পেইনটিতে অংশ নিতে ভালোবাসার কিচেনে তোলা নিজেদের ছবি বা ভিডিও শেয়ার করতে হবে ক্যাম্পেইনের ওয়েবসাইটে। সেখান থেকে বিচারকরা বিজয়ী নির্বাচন করবেন। বিজয়ীদের কিচেন সাজিয়ে দেয়া হবে রাঁধুনীর পক্ষ থেকে।