আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৩: সেরা কাজ (স্ট্যাটিক)

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ব্র্যান্ডগুলো ছিল সরব। বেশ কিছু থিমেটিক কাজ হয়েছে। কিছু কাজ সবারই ভালো লেগেছে। বিশেষ করে বিএমডব্লিউ বাংলাদেশের কাজটি বেশ সাড়া ফেলেছে। এমনই সব কাজ থেকে বাছাই করেছি আমাদের দৃষ্টিতে সেরা কয়েকটি কাজ। চলুন দেখে নেয়া যাক কাজগুলো।

বিএমডব্লিউ বাংলাদেশ
এবারের কাজটি সবারই নজর কেড়েছে। কোনো কপি ছাড়া শুধুমাত্র ভিজ্যুয়াল দিয়েই বাজিমাত করেছে বিএমডব্লিউ বাংলাদেশ। যদিও অনেকেই এটাকে অ্যাডাপ্টেশন বলছেন। একই ধরণের একটি কাজ করেছিল মার্সিডিজ, ক্রিসমাসের জন্য। বিএমডব্লিউ এর জন্য কাজটি করেছে কো ডিজাইন।

নগদ
পুরো কাজটিই করা হয়েছে কপি দিয়ে। মনে করিয়ে দেয়া হয়েছে ভাষা আন্দোলনের ৭১ বছর পূর্তিকে। আর ৭১ মানেই তো আমাদের কাছে বিশেষ কিছু।

বেল্লিসিমো

আইসক্রিমের টাইপোতে তাদের স্বাদের বিষয়টিই তুলে ধরেছে বেল্লিসিমো। সেই স্বাদকে কানেক্ট করা হয়েছে মাতৃভাষার সাথে। কপি এবং ভিজ্যুয়াল দুটোই চমৎকার।

ম্যাক্সিমাস

ম্যাক্সিমাস তাদের হ্যান্ডসেট দিয়ে শহীদ মিনারের আদল তৈরি করেছে এবং স্ক্রিনে বাংলা নাম ব্যবহার করে তাদের প্রোডাক্ট ফিচার তুলে ধরেছে। প্রোডাক্ট ফিচারের সাথে সাথে দিবসটির তাৎপর্য তুলে ধরা হয়েছে।

পারটেক্স ফার্নিচার

চেয়ারের মধ্যে দিয়ে শহীদ মিনারের আদল ফুটিয়ে তুলেছে পারটেক্স ফার্নিচার। নিজেদের প্রোডাক্টে শহীদ মিনারের আদল ফুটিয়ে তোলার কাজটা অনেক ব্র্যান্ডই করেছে। তবে পারটেক্সের কাজটা বাকিগুলোর থেকে আলাদা লেগেছে আমাদের কাছে।