আইডিয়াবাজ খুঁজছে আইডিয়াগো

ideago-job-circular-advertising-job-in-bd

আইডিয়াবাজ খুঁজছে আইডিয়াগো। তবে সেটা কি কপিরাইটার, প্ল্যানার না ভিজ্যুয়ালাইজার সে ব্যাপারে কোনো ক্লিয়ার আইডিয়া নেই। বেতন, ছুটিছাটা এবং অন্যান্য সুবিধাদি, কাজের ধরণ কিছুই স্পষ্ট করা হয়নি। ২৫শে নভেম্বর তাদের ফেসবুক পেজ থেকে পোস্টটি শেয়ার করা হয়েছে। আইডিয়াবাজরা চেষ্টা করে দেখতে পারেন, আপনার আইডিয়া তাদের কাজে লাগে কিনা!
ideago-job-circular-advertising-job-in-bd
Please help us! 😢
আপনি জানেন না হয়তো যে আমাদের আশেপাশের প্রায় সবকিছুই একেকটা ক্যানভাস। প্রতিদিন আমাদের নিত্যদিনের কর্মকান্ডের মাঝেই আমাদের মাথায় নানান কুবুদ্ধি/সুবুদ্ধি আসে। এই ধরেন, চায়ের দোকানে চা খেতে গিয়ে একটা জিনিস দেখে মনে হলো— “এখানে এটা এমনভাবে হলে, ভালো হতো” … আবার রাস্তার পাশের রিক্সাওয়ালা মামার লুঙ্গি তুলে কপালের ঘাম মোছা দেখেও হুট করে মাথায় কী যেন একটা বুদ্ধি উঁকি দিলো
এমন আরও আছে
গবেষণা বলছে, ইয়াং মানুষ প্রতিদিন গড়ে হাজার হাজার আইডিয়া তৈরী করে। এর মধ্যে মাত্র ২% আইডিয়াকে প্রায়োরিটি দেয়। বাকিগুলোকে পাত্তা দেয় না।
আমরা সেই ৯৮% আইডিয়াগুলোকেই চাই
আমরা প্রচন্ড আইডিয়া সংকটে ভুগছি 😉
hello@ideago.xyz