আইডিএলসি এর ৩৮ বছর

idlc 38 years celebration print ad fcb bitopi

৩৮ বছর পূর্ণ করেছে বেসরকারি খাতের আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান আইডিএলসি

এ উপলক্ষ্যে একটি প্রেস অ্যাড ছাপিয়েছে তারা।

প্রেস অ্যাডটি তৈরি করেছে বিটপী

একইসাথে এই পোস্টটি ছাড়া হয়েছে ডিজিটালেও।

এতে সকল শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা জানানো হয়েছে এবং আগামী দিনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে আইডিএলসি এর তরফ থেকে।

idlc 38 years celebration press ad ekeybolebiggyapon

১৯৮৫ সালে মাত্র পাঁচজন কর্মী নিয়ে যাত্রা শুরু করেছিল আইডিএলসি।

বর্তমানে কর্পোরেট, এসএমই, রিটেইল এবং ক্যাপিটাল মার্কেট নিয়ে কাজ করে আইডিএলসি।

১৯টি জেলায় ৪০টি শাখা রয়েছে প্রতিষ্ঠানটির। এতে কাজ করছেন ১৬০০ কর্মী, যারা নিয়মিতভাবে চার লাখ গ্রাহককে আর্থিক সেবা দিচ্ছেন।